Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ৭:২৪ পিএম

সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্র্য বিমোচনে অংশ নিন,প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করেন কোটালীপাড়া ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন কোটালীপাড়া শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান,

উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, হিরণ ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, কুশলা ইউপির সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ইলিয়াছুর রহমান, মডেল কেয়ারটেকার হারুন উর রশীদ,সাধারণ কেয়ারটেকার মাওলানা আলী আকবর,মাওলনা নাজমুল হুদা,মাওলানা মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মোস্তফা, হাফেজ মোঃ আরিফ বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শিকদার, সেমিনারে কুশলা ইউপির সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল সরকারি যাতাক ফান্ডে ৫০ হাজার টাকা ও বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর ৫ হাজার টাকা জমা প্রদান করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ