Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোন অবস্থাতেই যেনো শেখ হাসিনার সুনাম ক্ষুণ্ণ না হয়

সিলেটে মহানগর ছাত্রলীগের ইফতার অনুষ্ঠানে নাদেল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ৯:৫২ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং বাঙালীকে এমন এক গৌরবের জায়গায় নিয়ে গেছেন, ছাত্রলীগের কর্মী হিসাবে আপনাদের কাছে আকুল আবেদন জানাই, কোন অবস্থাতেই যেনো তার সেই সুনাম ক্ষুন্ন না হয়। তিনি বলেন, আগামীতে আমাদের জাতীয় নির্বাচন আসছে। তখন মানুষের কাছে আবারও আমাদের ভোটের জন্য যেতে হবে। তখন যেনো আপনাদের বা আমাদের কোন কাজের জন্য কোন মানুষ তাদের কস্টের কথা বলে বিব্রত না করে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আজ রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সিলেট মহানগর ছাত্রলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাদেল।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ সভাপতি আসাদ উদ্দিন আমহমদ ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক এটি এম হাসান জেবুল ও বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার ও মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, ইলিয়াস উদ্দিন জুয়েল, জুমাদিন আহমেদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, মহানগর কৃর্ষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, সিলেট মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত বুলবুল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাঈম হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু,সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান,কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ঋত্বিক দেব,সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ