বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০ বোতল ফেনসিডিল এবং ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার চান্দিনা থানার লারির চর গ্রামের বাসিন্দা মো. জালাল হোসেন ও একই জেলা সদর থানার কালিয়াজুরি গ্রামের মো. মাইনুল হোসেন। গতকাল রোববার র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস পিপিএম, পিপিএম (সেবা) এর সত্যতা নিশ্চিত করেন।
বীনা রানী দাস জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে কুমিল্লা হতে নারায়ণগঞ্জ এর দিকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল এবং গাঁজা এর চালান বহন করে নিয়ে আসছে।
পরে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন ও তল্লাসীর মাধ্যমে অভিযান পরিচালনা করে ওই ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. জালাল হোসেন ও মো. মাইনুল হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।