বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার শহরের নালায় দুর্ঘটনায় পড়েছে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের গাড়ি।
শহরের হাসপাতাল সড়কস্থ ইউনিয়ন হসপিটালের পাশে পৌরসভার অধীনে নির্মাণাধীন সড়কের সংযুক্ত নালায়মেয়রের গাড়টি দূর্ঘটনার শিকার হয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘসময় ধরে উক্ত রাস্তা এবং নালা সংস্কার কাজ ধীরগতিতে হওয়ায় দূরদূরান্ত থেকে কক্সবাজার জেলা সরকারি সদর হাসপাতালসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে আসা রোগী এবং সাধারণ মানুষের দুর্ভোগের দুর্ভোগ রয়েছে।
আজ দুপুরে মেয়র মুজিবুর রহমান ওই কাজের অগ্রগতি পরিদর্শনে তাঁর গাড়িটি নালায় পড় যায়।
এ প্রসঙ্গে পৌরসভার সচিব রাসেল চৌধুরী বলেন এটি সামান্য ব্যাপার। তেমন কিছু না।
উন্নয়ন কাজ শেষ নাহওয়া কষ্ট করে সাধারণ পথচারীরা সড়কটিতে চলাচল করতে গিয়ে সেখানে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট এবং সিএনজি ও টমটমওয়ালারা দখল করে রাখায় চলাচলে বাধার সম্মুখিন হচ্ছেন।
হাসপাতালের আশপাশের সড়কগুলোতে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্টেশন এবং দোকানপাট সরিয়ে নিয়ে রোগীসহ সাধারণ মানুষের যাতায়াত নিশ্চিত করা জরুরি বলে মনে করেন ভুক্তভোগীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।