বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের ফকিরহাটে গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. গিয়াস উদ্দিনসহ চারজন প্রাণে রক্ষা পেয়েছেন। আজ ১৭ এপ্রিল রোববার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার সাধুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী দ্রুতগতির একটি কালো রঙের প্রাইভেটকার (খুলনা মেট্রো ঘ-১১-০১৪১) সাধুর বটতলা নামক স্থানে গাছের সাথে ধাক্কা দেয়। মুহুর্তে গাড়িটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। সাথে সাথে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাইভেট কারটিতে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. গিয়াস উদ্দিন তার ছেলেসহ মোট চার জন মাওয়া ঘাট থেকে খুলনার উদ্দেশ্যে আসছিলেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ বলেন, সড়ক দূর্ঘটনায় আহত স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. গিয়াস উদ্দিনসহ চারজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে মো. গিয়াস উদ্দিনের নাক দিয়ে প্রচুর রক্ত ঝরছিলো। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়েছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, সড়ক দূর্ঘটনায় খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক (ডিডিএলজি) মো. গিয়াস উদ্দিনসহ চারজন আহত হয়েছেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।