Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ১০:২৭ পিএম

রাজশাহীতে সুরাইয়া খাতুন (১৬) নামের একজন শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ হোসেনীগঞ্জ এলাকার একটি ছাত্রীনিবাস থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ জানান, ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল শিক্ষার্থীর লাশ।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর বাড়ি নওঁগার নিয়ামতপুর উপজেলায়। এএসসি পাসের পর নার্সিং কলেজে ভর্তির প্রস্তুতি নিতে সে রাজশাহী এসেছিল। এখানে কোচিং করত।

পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজা ভাঙার জন্য তারা ফায়ার সার্ভিসকে ডাকেন। পরে দরজা ভেঙে ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবে আত্মহত্যার কারন জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ