Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৬ জনের কারাদন্ড, মাটি ভর্তি ট্রলি জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ৯:০৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি ও ফসলি জমি কেটে অবৈধ ইটভাটায় মাটি সরবরাহ কালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ জনের ৩ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে এবং জব্দ করা হয়েছে মাটি ভর্তি ৬টি ট্রলি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইকুন্ডি ও আল্লারদর্গা এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি ৬টি ট্রলি জব্দ করা হয় এবং আটক করা হয় ট্রলির ৬ জন চালক ও হেলপারকে। পরে তাদের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ৩মাস করে করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু। এসময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কৃষি ও ফসলি জমি থেকে মাটি কেটে দৌলতপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটায় সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার সোনাইকুন্ডি ও আল্লারদর্গা এলাকায় অভিযান চালায়। অভিযানে মাটি ভর্তি ৬টি ট্রলি জব্দ করা হয় এবং ট্রলির চালক ও হেলপার সোহেল, জুয়েল, জাবেদ সহ ৬জনকে আটক করা হয়। পরে তাদের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু। জব্দকরা মাটি ভর্তি ট্রলি ৬টি দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ