Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিল্প কারখানায় ভয়াবহ আগুন

অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

যশোরের নওয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি কুটির শিল্প কারখানা পুড়ে গেছে। গত শুক্রবার দিনগত মধ্যরাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে পরীবাড়ি মাজার সংলগ্ন আজাদ স’মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্যরাতে আজাদ সমিলের পেছনে কামাল হোসেনের কুটির শিল্প কারখানায় প্রথম আগুন জ্বলতে দেখা যায়। মূহূর্তের মধ্যে আগুন আশরাফুল ইসলাম শফিকের, সালমান কাজীর, হাদিউজ্জামানের, মোশারফ হোসেনের, বিকাশ দাসের, সেলিম খন্দকারের ও রফিকুল ইসলামের কুটির শিল্পে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত কুটির শিল্প মালিকরা জানান, পাশাপাশি আটটি কুটির শিল্প কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। কারখানার ভেতরে থাকা মেশিন ও সব ধণের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুন ঈদ আনন্দ শেষ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কুটির শিল্প মালিকরা সরকারি-বেসরকারি সহযোগিতা কামনা করেছেন। আজাদ স’মিলের মালিক সাজ্জাদ হোসেন জানান, তার স’মিলের জমিতে পাশাপাশি থাকা আটটি কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে গেছে। কুটির শিল্প মালিকরা বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে সুদে ঋণ নিয়ে কারখানা করেছিল। তারা এখন নিঃস্ব ও নির্বাক হয়ে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ