Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আগুনে পুড়ল ৯ ঘর শতবর্ষী নারী নিহত

গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগপুরুলিয়া গ্রামে অগ্নিকান্ডে একই পরিবারের বসত বাড়ির ৯টি ঘর পুড়ে ছাই হয়েছে। নিহত হয়েছেন শতবর্ষী বৃদ্ধ নারী গুলজান বেগম। গত শুক্রবার বিকেল ৩টার দিকে পুরুলিয়া বাজার সংলগ্ন খড় ব্যবসায়ী বক্কার আলীর খড়ের পালা থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোরের ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন।
এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নগদ টাকা, আসবাবপত্র, ফসলাদিসহ ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী জানান, গত শুক্রবার বিকেল ৩টার দিকে আবু বক্কারের খড়ের পালা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে হাকিম আলী, কলিমদ্দিন, ছবের উদ্দিন, সবুজ আলী, জরিপ আলী, আবু বক্কার, জব্বার আলী, মোহাম্মদ আলী, ছলিম আলীর ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বক্কারের ধানের খড়ের পালা ও বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও ৯টি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে গুরুদাসপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ততক্ষণে আগুনে বাড়ির ৯টি ঘর পুড়ে যায়। এতে গুলজান বেগম (১০৫) আগুনে পুড়ে ঘরের মধ্যেই মারা যায়। গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ