Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

যুবককে কুপিয়ে জখম

গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা
নাটোরের গুরুদাসপুরে শহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামে।
আহত শহিদুল ইসলাম জানান, তিনি পেশায় ফিড ব্যবসায়ী। ফিড কেনার জন্য ব্যাগে ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে চাঁচকৈড় বাজারের উদ্দেশ্যে আসছিলো। প্রতিমধ্যে বৃ-গড়িলা ব্রিজ এলাকায় পৌছালে পূর্ব শত্রুতার জেরে বৃ-গড়িলা এলাকার আমজাদ হোসেন ও তার ছেলে আজাদ হোসেন হাতে ধারালো চাইনিজ কুড়াল নিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


রাস্তা নির্মাণ উদ্বোধন
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৯নং ওয়াডের দৌলতদি গ্রামে গত শুক্রবার নতুন রাস্তা নির্মাণে উদ্বোধন করেন দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দীন, ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার (বাসু), সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবলীগ নেতা সাইফুল প্রমুখ। রাস্তার কাজের উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। এ সময় মেয়র সেইন বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করে দেশকে এগিয়ে নিচ্ছেন।


ইটভাটা ধ্বংস
বাগেরহাট জেলা সংবাদদাতা
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি অনুমোদনহীন ইটভাটা ধ্বংস করেছে। এসময় ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। গত শুক্রবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ দেন। সংশ্লিষ্টরা জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জের গাবগাছিয়া গ্রামের মৃত মজিবর শেখের ছেলে মাসুদ শেখ প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করছিলেন। এতে মানুষসহ এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি দেখা দেয়। অনুমোদনহীন এ ইটভাটায় অভিযান চালিয়ে মাসুদ শেখকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সাথে কাঁচা ইট পানি দিয়ে বিনষ্টিকরণ করা হয়।


বিনামূল্যে বীজ-সার
ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
ফটিকছড়িতে এক হাজার কৃষকের মাঝে আউশ প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ শুরু শুরু হয়েছে। গতকাল দুপুরে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মো. হাসানুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবুল হোসেন, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী প্রনবেশ মহাজন উপস্থিত ছিলেন। জানা যায়, ২০২১-২২ খরিপ-১ এবং ২০২২-২৩ মৌসুমে উফসী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণে ফটিকছড়ি উপজেলায় জনপ্রতি ১০ কেজি উন্নত জাতের বীজ, ২০ কেজি ডেপ সার, ১০ কেজি পটাশ; অর্থাৎ ১ হাজার কৃষকের জন্য ১০ হাজার কেজি বীজ ধান, ২০ হাজার কেজি ডেপ সার, ১০ হাজার কেজি পটাশ সার বরাদ্দ দেয়া হয়। সদর এলাকার কৃষকদের মাঝে উপজেলা কৃষি অফিস থেকে বিতরণ করা হলো এবং প্রান্তিক কৃষকদের ঘরে ঘরে পৌঁছে দেবে কৃষি অফিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ