Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটচাঁদপুরে ডাবল মার্ডারে পাল্টাপাল্টি দুই মামলায় ১৭ জন আসামী

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ৫:৫৮ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে হাটের টোল তোলা নিয়ে আওয়ামীলীগের কোন্দলে জোড়া খুনের ঘটনায় মামলা হয়েছে। হত্যাকান্ডের তিন দিন পর শনিবার (১৬ এপ্রিল) নিহত আক্তার হোসেনের পিতা বাবু তালেব বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলাটি করেন, যার নং ৭/২২। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে। পুলিশ এ ঘটনায় এজাহার নামীয় আসামী আব্বাসকে গ্রেফতার করেছেন।

এদিকে ঘটনার দিন আহত সোহাগের পিতা দাউদ হোসেন বাদী হয়ে পাল্টা আরেকটি মামলা করেছেন। সোহাগ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান গ্রুপের সমর্থক হিসেবে ঘটনার দিন আহত হন। সোহাগের পিতার দায়ের করা মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে।
এই মামলায় কোটচাঁদপুরের চৌগাছা বাসষ্ট্যান্ডের কাচা বাজারের ইজারাদান ইমন হোসেন ডনকে পুলিশ গ্রেফতার দেখিয়েছে। ডন কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিমের সমর্থক হিসেবে পরিচিত।
এলাকাবাসি অভিযোগ করেছেন, কোটচাঁদপুরের উঠতি বয়সী মাদক সেবী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও হত্যা ডাকাতি মামলার চিহ্নিত আসামীরা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ও মেয়র সেলিম গ্রুপের সমর্থক পরিচয় দিয়ে অসামাজিক কাজে লিপ্ত। তাদের দৌরাত্ম্যে কোটচাঁদপুরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এই চাঁদাবাজীর নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তারের লড়াই নিয়ে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) জীবন হোসেন ও আক্তার নামে মেয়র গ্রুপের দুই সমর্থক নিহত হন। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ওসি মোঃ মঈন উদ্দিন জানান, হত্যা ও মারামারির বিষয়ে পাল্টাপাল্টি দুইটি মামলা হয়েছে।
পুলিশ দুই মামলায় দুইজনকে গ্রেফতার করেছেন। তিনি বলেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ডাবল মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা জগন্নাথ চন্দ্র সাহা শনিবার বিকালে বলেন, মামলার তদন্ত কাজ চলমান। একজন আসামী গ্রেফতার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ