Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈলকুপা উপজেলা বিএনপির সম্মেলন ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সম্পন্ন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ৫:৪১ পিএম

শৈলকুপা উপজেলা বিএনপি'র সম্মেলনকে কেন্দ্র করে শনিবার (১৬ এপ্রিল) বিকালে ঝিনাইদাহ শহরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে আহত’র কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

জানা গেছে, শৈলকুপা উপজেলা বিএনপি'র সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, বাবু জয়ন্ত কুমার কুন্ডু ও সাবেক এমপি আব্দুল ওহাবের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শৈলকুপায় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা দেখা দিয়ে শৈলকুপা উপজেলা শহরের পরিবর্তে ঝিনাইদহ জেলা বিএনপি'র কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন চলাকালে কেন্দ্রীয় বিএনপির নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু ও সাবেক এমপি আব্দুল ওহাবের সমর্থকরা মিছিল নিয়ে সম্মেলনে প্রবেশের চেষ্টা করে। এ সময় আসাদ সমর্থকদের সঙ্গে ধাওয়াা পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পুলিশ দুই পক্ষকে শান্ত করার পর সম্মেলন শেষ হয়।

ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস বলেন, সরকারী দলের মদদপুষ্ট কিছু লোক সম্মেলন বানচাল করার চেষ্টা করে। তা সত্বেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মাধ্যমে শৈলকুপা উপজেলা বিএনপি'র সম্মেলন সমাপ্ত হয়েছে। ভোটাররা ভোট দিয়ে গনতান্ত্রিক ভাবে কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে আবুল হোসেনকে সভাপতি ও হুমায়ুন বাবর ফিরোজকে সাধারণ সম্পাদক করে শৈলকুপা উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। অন্যদিকে আবু তালেবকে সভাপতি ও সেলিম রেজা ঠান্ডুকে সাধারণ সম্পাদক করে শৈলকুপা পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ