বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের ছাদ ধসে রোগীর মাথায় পরায় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডের ছাদ ধসে পরে ১৩ নং শয্যায় চিকিৎসাধীন আবদুস সালাম (৬৫) নামে এক রোগীর মাথায় পরে। এতে রোগী মাথা ফেটে গুরুতর আহত হওয়ায় মাথায় ৮ টি সেলাই দিয়ে ব্যান্ডেজ করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় এখানে ভর্তি রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে যায়।
পুরুষ ওয়ার্ডে ভর্তি উপজেলার পূর্ব বেতাগী গ্রামের মো: মনোয়ার হোসেন বলেন, হঠাৎ ছাদ ধসে রোগীর শরীরের উপড় পরায় আমরা রোগী ও হাসপাতালে তাৎক্ষণিক উপস্থিত আমাদের পরিবারের লোকজনের মাঝে এমনভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যা এখনো ভুলতে পারছিনা। কর্তৃপক্ষ আহত বৃদ্ধকে চিকিৎসার জন্য একই ওয়ার্ডের অন্যত্র সরিয়ে নেয়। পরিত্যক্ত ও ঝুকিপূর্ণ ভবন হওয়া সত্বেও এ ভবনটিতে দীর্ঘদিন যাবত হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি রোগীদের জন্য চিকিৎসা ওয়ার্ড হিসেবে ব্যবহার করে আসছে।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রবীন্দ্রনাথ সরকার বলেন, একটি বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে গেছি। আহত রোগীকে অন্য কক্ষে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে ২৪ ঘন্টার অবজারভেশনে রাখা হয়েছে। হাসপাতালের এই ভবনটি অনেক পুরোনো। এটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া আগে থেকেই চলমান ছিল। আশাকরি কিছুদিনেই ভিতরেই ভবনটি ভাঙার জন্য দরপত্র আহবান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আল মামুন বলেন, এ ধরনের দূর্ঘটনা করো জন্যই কাম্য নয়। আহত রোগীকে প্রয়োজনীয়চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে গত ছয় মাস আগে এই ভবন পরিত্যক্ত ঘোষণা করার পরেও জায়গার অভাবে ঝুঁকির মধ্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন,খবর শুনে আমিও হাসপাতাল ছুটে গিয়ে ছিলাম। আহত রোগীকে আপাতত অন্যত্র সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয় তদন্ত কমিটি গঠন করা হবে। কারও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।