প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এখন শুধু বিশেষ দিবসের নাটকে অভিনয় করেন। চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর তিনি বিশেষ নাটক ছাড়া অভিনয় করেন না। অন্যদিকে গায়ক-অভিনেতা তাহসান খান নাটকে মোটামুটি ব্যস্ত থাকেন। বিশেষ দিবসের নাটকে তার দর্শক চাহিদা রয়েছে। এই দুই অভিনেতা ও অভিনেত্রী এবারের ঈদে একসঙ্গে তিনটি নাটক করেছেন। বিষয়টি চমকপ্রদ। মিম বলেন, ভক্তদের কথা বিবেচনা করে ঈদের সময় দুই-একটা নাটকে অভিনয় করি। এবার তিনটি কাজ করছি। গল্প শোনার পর ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি না হয়ে উপায় ছিল না। তাহসান বলেন, আমরা একসঙ্গে খুব বেশি কাজ করিনি, বিজ্ঞাপনচিত্র ও কয়েকটি নাটকে কাজ করেছি। যে কয়টি করেছি, দর্শক পছন্দ করেছেন। এটি প্রযোজক-পরিচালকরাও উপলব্ধি করতে পেরেছেন। দর্শকের পাশাপাশি প্রযোজক-পরিচালকের আগ্রহের কারণে আমাদের একসঙ্গে কাজ করা। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের বোঝাপড়াও ভালো। তাদের অভিনীতি নাটক তিনটি হচ্ছে, মাবরুর রশীদ বান্নাহর ‘আদার হাফ’ ও মাহমুদুর রহমান হিমির ‘অবশেষে’ এববং তানিম রহমান অংশুর ‘মরিবার হলো তার সাধ’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।