প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের সফলতম পরিচালকদের একজন মাইকেল বে (ছবিতে বামে) জানিয়েছেন ‘ট্রান্সফর্মার্স’ সিরিজ অব্যাহত না রাখা। ২০০৭ সালে‘ট্রান্সফর্মার্স’ ফিল্মটি ৭০০ মিলিয়ন ডলার আয় করে। তারপর এই সিরিজের চারটি ফিল্ম নির্মিত হয়। পরের দুই পর্ব ‘ট্রান্সফর্মার্স : ডার্ক অফ দ্য মুন’ এবং ‘ট্রান্সফর্মার্স : এইজ অফ এক্সটিঙ্কশন’ আয় করেছিল ১ বিলিয়ন ডলার । তিনি জানান, ফ্র্যাঞ্চাইজের নির্বাহী প্রযোজক স্টিভেন স্পিলবার্গ তাকে তৃতীয় পর্বের পর আর নতুন পর্ব নির্মাণ না করার পরামর্শ দিয়েছিলেন। বে বলেন, আমি খুব বেশি নির্মাণ করে ফেলেছি। স্টিভেন স্পিলবার্গ বলেছিলেন, তৃতীয়টির পর একেবারে থেমে যাও। আমি বলেছিলাম, আমি থামব। কিন্তু স্টুডিও কাকুতি মিনতি করতে শুরু করে। আর পরেরটিও বিলিয়ন ডলার আয় করল। আমি আবার বললাম, এবার আমি থামব। আবার তারা কাকুতি মিনতি করতে শুরু করল। আমার থামা উচিত ছিল, তবে এগুলো নির্মাণ করে মজাও পেয়েছি। মার্ক ওয়ালবার্গের অভিনয়ে শেষ পর্ব ‘ট্রান্সফর্মার্স : দ্য লাস্ট নাইট’ (২০১৭) ৬০৫ মিলিয়ন ডলার আয় করে। ‘ট্রান্সফর্মাস’ স্পিনঅফ ‘বাম্বলবি’ মুক্তি পায় ২০১৮তে ট্র্যাভিস নাইটের পরিচালনায়। ২০২৩ সালে মুক্তি পাবে ‘ট্রান্সফর্মাস : রাইজ অফ দ্য বিস্ট’ পরিচালনা করছেন স্টিভেন কেপল জুনিয়র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।