Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে হবে

ফেনীতে খেলাফত মজলিস

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে রমজান ও খেলাফত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবু বকর ছিদ্দিকের পরিচালনায় মাহফিলে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আফজালুর রহমান, বিশেষ মেহমান ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মুসা। খেলাফত মজলিস রিয়াদ শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল আলম প্রমুখ। ইফতার পূর্বে আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, কোরআন নাজিলের মাসে যারা কোরআনকে অপমান করে, যেখানে নামাজ পড়তে বাধা দেয়া হয়, পর্দার বিরোধীতা করা হয়, সে দেশের সরকার বেশিদিন টিকবেনা। ইসলামী দলগুলো যদি শক্তিশালী হয়, পাড়া-মহল্লায় ওয়ার্ডে যদি বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে উঠে তাহলে কোন অপশক্তি ইসলামের বিরুদ্ধে কোরআন এবং হিজাবের বিরুদ্ধে ও মদের মতো জগণ্য আইন তারা করতে পারে না। এসব বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আরও বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি ঘটেছে সেটা নিয়ে মন্ত্রীরা আবল তাবল কথা বলেন। বিদেশে অনেক সরকার এ দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে পারেনি। পাশের অনেক রাষ্ট্রে সরকার পতন হয়ে গেছে। এটা থেকে শিক্ষা নিতে হবে। আপনাদেরকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে কাজ করতে হবে। না হয় ক্ষমতার মসনদে থাকতে দেয়া হবে না। মাওলানা মামুনুল হকসহ দেশের সকল কারাবন্দি মজলুম নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূলোর উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও পর্দা, নামাজের বিরুদ্ধে ঝড়যন্ত্র বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ