Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দেশ ও সমাজ উপকৃত হয়’

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

সাবেক উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী বলেছেন, একজন সাংবাদিক অকুতোভয়ে বস্তুনিষ্ঠতার সাথে কাজ করলে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। সমাজের উন্মোচন না হওয়া বিষয়, মানুষের অব্যক্ত বেদনা তারা তুলে ধরতে পারেন। প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। দেবিদ্বারের সাংবাদিকরা সমস্ত ভয়ভীতি লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা বিশ্বের সাংবাদিকরা এতে উৎসাহিত হবে।

এএফএম ফখরুল ইসলাম মুন্সী গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাতের শাড়ি লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সমাজ সেবক শফিকুল ইসলাম কালু, ওয়াহিদুর রহমান, ইয়াকুব উদ্দিন, মিজানুর রহমান ও বাচ্চু মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ