Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ দফা দাবী আদায়ে ২৭ মে ঢাকা ঢাকা অবরোধ করবে সরকারি কর্মচারীরা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২২, ৭:৪৫ পিএম

নবম পে কমিশন গঠন এবং বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়নের দাবী করেছেন বরিশালে সরকারি কর্মচারীরা। শুক্রবার বরিশালে সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশে উল্লেখিত দুটি দাবি সহ মোট ৭ দফা দাবী মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, লাখ লাখ সরকারী কর্মচারীকে বাদ দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা সম্ভব নয়। আগামী ২০ মের মধ্যে দাবী মেনে নেয়া না হলে ২৭ মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে রাজধানী ঢাকা অবরুদ্ধ করা হবে।

নগরীর আছমত আলী খান ইনষ্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সরকারি কর্মচারীদের এ সমাবেশ বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি কর্মচারীরা যোগ দেন।
দাবী আদায় ঐক্য পরিষদের মুখ্য সমম্বয়ক সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ওয়ারেছ আলী, ১১-২০ ফোরাম কেনিশ সভাপতি লুৎফর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. ইব্রাহিম খলিল, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিছুর রহমান, সাধারন সম্পাদক মো. নুরে আলম সিদ্দিকী সহ এসব সংগঠনের জেলা পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।



 

Show all comments
  • Md Bahauddin rashel ১৭ এপ্রিল, ২০২২, ৪:৪৪ পিএম says : 0
    যৌক্তিক দাবী মেনে নেয়ার অনুরোধ রইল,সংশ্লিষ্টের প্রতি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ