Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

২৭ এপ্রিল বন্ধ হবে রাবির আবাসিক হল, খুলবে ১২ মে

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ৭:২২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলসমূহ আগামী ২৭ এপ্রিল দুপুর ২টার পর থেকে বন্ধ থাকবে, খুলবে ১২ মে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৭ এপ্রিল দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহ বন্ধ করে দেয়া হবে। তাই সকল আবাসিক শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে হল ত্যাগ করতে হবে। এছাড়া আগামী ১২ মে সকাল ১০টায় পুনরায় সকল হল খুলবে।

এদিকে রমজান ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৩ এপ্রিল থেকে সকল একাডেমিক ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। যা চলমান থাকবে আগামী ১৪ মে পর্যন্ত।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে তথ্যটি নিশ্চিত করেছে।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২১ এপ্রিল পর্যন্ত ক্লাসে পাঠদান চলবে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত ক্লাস-পরীক্ষা চালু থাকবে এবং ২৭ এপ্রিল পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ