Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাক্ষর জালিয়াতির মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : হাইকোর্টের দুজন বিচারপতির স্বাক্ষর জালিয়াতি মামলায় চুয়াডাঙ্গার আওয়ামী লীগ নেতা শুকুর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার ভোররাতে তাকে সদর উপজেলার তিতুদাহ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শুকুর আলী তিতুদাহ গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা শুকুর আলীর আবেদনের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন গত ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গার গড়াইটুপি মেলা পরিচালনার অনুমোদন দেন।

কিন্তু মেলার নামে নগ্ন নৃত্য ও জুয়া চলায় মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে মেলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসন।

পরে গত ৯ আগস্ট মেলার শেষ দিনে ইজারাদার শুকুর আলী মহামান্য হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির স্বাক্ষর জালিয়াতি করে একটি ভুয়া পিটিশন আদেশ সদর থানা বরাবর পাঠায়।

সেখানে ওই দুজন বিচারপতির স্বাক্ষর করা পিটিশনে চুয়াডাঙ্গার গড়াইটুপির মেলা আরো দুই মাস পরিচালনার নির্দেশ দেয়া হয়।

দুজন বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ আওয়ামী লীগ নেতা শুকুর আলীসহ অজ্ঞাত আরো ৫০ জনের নামে একটি মামলা দায়ের করে।

এ মামলার পর শুকুর আলী দীর্ঘদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোরে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ