Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

টেকনাফে ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

টেকনাফ (কক্সবাজার)উপজেলা সংবাদদাতা : পূর্ব শত্রুতার জের ধরে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু তাহের (৩০) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছেন।

আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। নিহত যুবক সাতকানিয়ার মাহাবুবুল আলমের ছেলে।

নিহতের স্ত্রী জানান, ৩-৪ দিন আগে একই এলাকার শামসুল আলমের ছেলে প্রকাশ পেচুর সঙ্গে নিহতের ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মো. সাফায়েত আহামদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ