Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বালিয়াডাঙ্গীতে জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কশালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আসামি করে আজ রোববার বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

আসামিরা হলেন শাহজাহান (২৮), আব্দুল বাতেন (৫০) এবং সুফিয়া খাতুন (৪২)। তাদের সবার বাড়ি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধারিয়া বেলসারা গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে শনিবার রাতে বেলসারা গ্রামের বাতেনের ছেলে শাহাজাহান প্রতিবেশী ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে জোর করে তার ঘর থেকে বের করে বাহিরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ওই ছাত্রীর চিৎকার শুনে এসে স্থানীয়রা শাহজাহানকে আটক করলেও বাতেন এবং তার সহযোগীরা ভয় দেখিয়ে শাহাজাহানকে ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে, বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাতেন এবং তার সহযোগীরা চিকিৎসা নিতে দেয়নি।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ বলেন, মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ