Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

টেকনাফ (কক্সবাজার)উপজেলা সংবাদদাতা : কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদী থেকে আরও তিনজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গত এক সপ্তাহে এ নিয়ে মোট ৮ জেলেকে নিয়ে গেল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

গতরাতে টেকনাফের ২নং স্লুইস গেট সংলগ্ন নাফ নদীর পূর্ব-দক্ষিণে বাংলাদেশের জলসীমা থেকে তাদের ধরে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন, টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ার আবদুল মালেকের ছেলে আবদুর রহমান (৩২), চৌধুরী পাড়ার ছৈয়দ হোসেনের ছেলে মো. ইউনুছ (৩৫) ও আবদুল আজিজের ছেলে মো. খালেক (২৮)।

এদিকে উদ্ধারের জন্য বিজিবির কাছে লিখিত আবেদন করেছেন আবদুর রহমানের বাবা আবদুল মালেক।

এ ব্যাপারে আজ রোববার সকাল সাড়ে ১০টায় টেকনাফ ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, শনিবার তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে দোভাষীর মাধ্যমে মিয়ানমারের বিজিপি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এ ছাড়া ই-মেইলেও বার্তা পাঠানো হয়েছে। তাছাড়া বাংলাদেশি জেলেদের মিয়ানমার সীমান্তের কাছাকাছি মাছ শিকারে না যেতে বার বার সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ