বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিশিরাতের সরকার দেশকে এক ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। এ অবস্থা থেকে বের হয়ে আসার জন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। দাবি আদায়ে দলীয় নেতাকর্মী সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে আমরা আগামী নির্বাচন করবো। নির্বাচনের পরে বিএনপি একা সরকার গঠন করবেনা। এই সরকারের পতনের আন্দোলনে যারা সাথে থাকবেন সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা প্রবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অনেকে সরকারে যোগ দেবেন না, কিন্ত তাদের পরামর্শ আমাদের দরকার। এ জন্য সংসদে উচ্চ কক্ষ সৃষ্টি করা হবে। উচ্চ কক্ষে এসে তারা তাদের মতামত রাখবেন।
আজ বুধবার খুলনা মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মহিফলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।
খুলনা ক্লাব মিলনায়তনে নগরীর বিশিষ্ট নাগরিকবৃন্দ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মানার্থে অতীতের ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলে আয়োজন করা হয়। তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হলে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা করতালি দিয়ে ও শ্লোগান তুলে তাকে স্বাগত জানান।
বক্তৃতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ১৫ বছরে এই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে আমরা অসংখ্য সহকর্মীকে হারিয়েছি। দুই চারটা রাস্তা আর ব্রিজ করা মানেই উন্নয়ন নয়। টিসিবির ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ লাইন হচ্ছে আজকের বাংলাদেশের প্রকৃত চিত্র। অভাবের তাড়নায় ছাত্র আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে। এই পরিস্থিতি দেখার জন্য শহীদ জিয়া জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেননি। তিনি বলেন, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন জিয়াউর রহমান। সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আমার সেই মানুষকে হতাশ করতে পারিনা। সরকার মানুষের দু:খ কষ্ট নিয়ে উপহাস করছে অভিযোগ করে তারেক রহমান বলেন, বেগুনের দাম বাড়ায় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে খাওয়ার পরামর্শ দেন। এর আগে পেঁয়াজের দাম বাড়লে না খাওয়ার কথা বলেছিলেন। তেলের দাম বাড়লে খাওয়া কমিয়ে দিতে বলেছিলেন। দ্রব্যমূল্য বেড়েছে, এই সত্য উচ্চারণের জন্য অনেক মানুষকে অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছে। সারা দেশে বিএনপির ৩৫/৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সমগ্র দেশ আজ বৃহত কারাগারে পরিণত হয়েছে। গণতন্ত্র উদ্ধারের জন্য অতীতেও বিএনপির নেতাকর্মীরা বুকের রক্ত দিয়েছেন স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আমাদেরকে আবারও সেই কঠিন পথ পাড়ি দিতে হবে।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা ফারুক হোসাইন। বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিতসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী এবং আলেম ওলামা ও এতিমখানার ছাত্ররা অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।