Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীর যৌতুক মামলায় গ্রেফতার গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ৮:০৭ পিএম

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা: মিলাদুজ্জামান ইরা মামলা দায়ের করলে মঙ্গলবার রাতেই পুলিশ ডা: টিপু সুলতানকে গ্রেফতার করেছে।
গৌরনদী থানার ওসি মো: আফজাল হোসেন সাংবাদিকদের জানান, যৌতুকের দাবিতে ডা: টিপু সুলতান প্রায়শই ডা: ইরাকে মারধোর করেন এবং প্রাণনাশের হুমকি দেন বরে অভিযোগ করেছেন। বরিশালের সিভিল সার্জন ডা: মারিয়া হাসান জানান, গৌরনদী থানা থেকে মামলার বিষয় তাকে অবহিত করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
গত বছর ১৩ আগস্ট ডা: টিপু সুলতানের সাথে বিয়ে হয় ডা: ইরার। ডা: ইরার বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলার দৈয়ারা গ্রামে। বিয়ের পর থেকেই ডা: টিপু সুলতান ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে বলে অভিযোগ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ