Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় আদালতে মিথ্যা মামলা করে ফেঁসে গিয়ে বাদী মতি মীরা কারাগারে

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ৭:৪৬ পিএম

কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতারনা ও অত্মসাতের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন বাদী মতি মীরা। মিথ্যা মামলার দায়ে তাকে আসামী হয়ে যেতে হয়েছে কারাগারে। বুধবার ১৩ এপ্রিল দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার আদালতের ডকে দাড়ানো বাদী হাফিজুল ইসলাম মতি মীরাকে আটক করে ফৌজদারী কার্যবিধির ২১১ ধারায় মামলা রুজু করে কারাগারে প্রেরন করেন।

আদালত সূত্র থেকে জানা যায়, লালুয়া ইউনিয়নের ১১ নং হাওলা গ্রামের হাফিজুল ইসলাম মতি মীরা একই গ্রামের জলিল সিকদার সহ ৬ জনের নামে প্রতারনা ও অত্মসাতের অভিযোগে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। এরপর আদালত কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: হুমায়ুন কবিরকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বুধবার মামলাটি কার্য তালিকায় এলে তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের আলোকে আদালত বাদীর ডকে দাড়ানো হাফিজুল ইসলাম মতি মীরাকে আটক করে মিথ্যা মামলার দায়ে তার বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ২১১ ধারায় মামলা রজু করে তাকে কারাগারে প্রেরন করেন।

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো: মাহবুব আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ