Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রসূতি নিহত, আহত ৭

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফাতেমা আক্তার সোনিয়া নামের এক প্রসূতি নিহত ও নবজাতকসহ অপর সাতজন আহত হয়েছেন। নিহত ফাতেমা উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

রোববার দুপুরে উপজেলা সদরের ফালগুনকরা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের আব্বাস আলীর ছেলে আলা উদ্দিন (২৮), একই গ্রামের কাদের মিয়ার স্ত্রী খালেদা আক্তার(৪০), বড় মিয়ার মেয়ে জাহেদা বেগম(৪০), কবরুয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী শাহেনা বেগম, ছেলে সাদ্দাম (৩১) ও মাইক্রোবাস চালক পৌরসভার নোয়াপাড়া গ্রামের মো. খোকন(৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌদ্দগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ানে বাচ্চা প্রসব শেষে তিনদিন পর ছাড়পত্র নিয়ে ফাতেমা আক্তারসহ স্বজনরা রোববার দুপুর ১২টায় মাইক্রোবাসযোগে(ঢাকা-মেট্রো-চ-১১-১৬২৯) বাড়ি ফিরছিলেন। এ সময় উল্টো রাস্তা দিয়ে দ্রুত গতিতে আসা এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস(ঢাকা-মেট্রো-ব-১১-০৫৮৩) মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সম্মুখ অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী প্রসূতি ফাতেমা আক্তার সোনিয়াসহ ৭ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা নেয়ার পথে ফাতেমা আক্তার সোনিয়ার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ