বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ার জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের এক বাড়ির জাল রাখার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার ভোররাতে এই আগুন দেয়া হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান- ৮ জনের একটি দল পশ্চিম পাড়ায় পাহারা দিচ্ছিল। তারা ভোর ৪ টার দিকে চলে যাওয়ার পর ঐ পাড়ার ছুট্টু লাল দাসের জাল রাখার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঐ ঘরে রাখা জাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, ঘটনার আনুমানিক ১০মিনিট আগে স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠিত ৮ সদস্যের পাহারাদার টিম সারারাত পাহারা শেষে বাড়ি ফেরার পরপরই রহস্যজনক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
উল্লেখ্য, গত ৩০ শে অক্টোবর ফেইসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট দেয়ার ঘটনায় নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের অর্ধশত ঘরবাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুর চালানো হয় ৫ টি মন্দিরে। পরে ৩ রা নভেম্বর হিন্দু সম্প্রদায়ের আরো ৫ টি বাড়ির গোয়ালঘর ও রান্নাঘরে আগুন দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।