Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাদারীপুরে ডায়রিয়া ওয়ার্ডে ৬ শয্যার বিপরীতে ৪৫ রোগী

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ৬:৫৭ পিএম

মাদারীপুরে সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর জন্য শয্যা আছে ৬ টি, তার বিপরীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন । শয্যা না পেয়ে নোংরা মেঝেতেই মাদুর পেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা। এতে ডায়রিয়ায় আক্রান্ত আরো প্রকট হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, গেলো ১১ দিনে ডায়রিয়ার সমস্যা নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ২৬১ জন রোগী এর মধ্যে ভর্তি হয়েছেন ১৯৮ জন। এদের মধ্যে অধিকাংশই শিশু ও বয়স্করা।

এদিকে হাসপাতালের পরিবেশ নোংরা ও পর্যাপ্ত আসন না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। সাধারণ রোগীদের দাবী দ্রুত আসন বাড়ানোর ও পরিবেশ পরিষ্কার রাখার জন্য।

বুধবার দুপুরে সরেজমিনে মাদারীপুর সদর হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়। পা ফেলার যায়গা নেই রুম ও বারান্দায়। আসন না থাকায় ফ্লোরে গুটিশুটি মেরে শুয়ে আছে রোগীরা। বাথরুম ও পাশে থাকা একটি ময়লার ভাগার থেকে ছড়াচ্ছে গন্ধ। এছাড়াও ওয়ার্ডের বারান্দা ও মেঝে অপরিষ্কার থাকায় মাছি উড়ছে। ময়লা ফেলার পর্যাপ্ত পরিমাণ ঝুড়ি না থাকায় ভাগাভাগি করেই ময়লা ফেলছে ঝুড়িতে।

বাচ্চার চিকিৎসা নিতে আসা মা মায়া বেগম বলেন, আমরা যে পরিবেশে চিকিৎসা নিতে আসছি। এখানকার যে পরিবেশ, এই পরিবেশে আমাদের বাচ্চা ভালো হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে পড়বে। এখানের তো ভালো হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না।

চিকিৎসা নিতে আসা আব্দুল বারেক মোল্লা বলেন, এখানে রোগীদের যে অবস্থা, অন্তত বেড লাগে দেড়শো টা। এখানে বেড আছে মাত্র ছয়ডা। এই পরিবেশ চিকিৎসার জন্য উপযোগী না। সরকারের উচিৎ নতুন ভবনের ২৫০ শয্যার হাসপাতালটি দ্রুত চালু করা।

এ ব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এমও) ড: নুরুল ইসলাম বলেন, আমাদের সদরে ৬ টি বেড থাকলেও ১০ টি বেডের ব্যবস্থা করেছি। তবে আশার বিষয় হচ্ছে ডায়েরিয়ার রোগীদের ১ দিন পর পর রিলিজ করে দেওয়া যায়। ফলে রোগীদের চাপ থাকলেও সামাল দেওয়া যাচ্ছে। রোগী আসলে তো আমরা ফেলে দিতে পারি না, অনেকের কষ্ট হলেও ফ্লোরে থেকে চিকিৎসা নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ