বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ রোববার সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে। তবে এসময় কোন পাচারকারী আটক হয়নি।
এদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, সীমান্ত অতিক্রম করে ভারত থেকে কয়েকজন নারী-পুরুষ বাংলাদেশে আসছে, এমন খবরের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এসময় পালিয়ে যায় পাচারকারীরা। আটকদের অনুপ্রবেশের অভিযোগ দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপ পরির্দশ (এএসআই) মতিয়ার রহমান জানান, আটক নারী-পুরুষদের রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।