প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পূর্ব ঘোষণানুযায়ী পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল মুক্তি পাচ্ছে ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) বিশ্বব্যাপী ৭ হাজারের বেশি সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমা।
‘কেজিএফ-চ্যাপ্টার টু’ নিয়ে ভারতজুড়েই রয়েছে উন্মাদনা। ইতোমধ্যেই সিনেমাটির প্রথম সপ্তাহের টিকিট বিক্রি হয়ে গেছে। কোথাও কোথাও ৩ থেকে ৫শ' টাকার টিকিট বিক্রি হয়েছে ২ থেকে ৩ হাজার টাকায়। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, এই সিনেমার আয় ভেঙে দিতে পারে ভারতীয় মুভির আয়ের রেকর্ড। ১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের জোর সম্ভাবনা রয়েছে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার মুক্তিপূর্ব ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, হিন্দি ভার্সন থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি রুপিতে। সর্বমোট ৩৪৫ কোটি রুপি বিক্রি হয়েছে।
ভারতজুড়ে এখন চলছে দক্ষিণি সিনেমার জয়জয়কার। সম্প্রতি মুক্তি পাওয়া ‘আরআরআর’ ছবির প্রভাবে বলিউডের দু'টি সিনেমা ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। এরমাঝেই সিনেমা হলে আসছে ‘কেজিএফ-চ্যাপ্টার টু’।
যশ অভিনীত ‘কেজিএফ-চ্যাপ্টার টু’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। সিনেমাটিতে আরও দেখা যাবে সঞ্জয় দত্ত, রাবিনা টান্ডন, শ্রিনিধি শেঠি ও অর্চনা জোশিসহ অনেককে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।