Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলাল খান-লোপার নতুন গান ‘সুবহানাল্লাহ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ৫:২০ পিএম

জাতীয় পুরস্কার জয়ী সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বেলাল খানের সঙ্গে আবারও গাইলেন ক্লোজআপ ওয়ানের শিল্পী লোপা হোসেইন। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন তারা। নতুন এই গানটির শিরোনাম ‘সুবহানাল্লাহ’। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ইউটিউবে লোপা হোসেইনের চ্যানেলে আনুষ্ঠানিকভাবে গানটি উন্মুক্ত করা হয়েছে।

গানটি প্রসঙ্গে লোপা হোসেইন বলেন, ‘এটি মেলোডিয়াস একটি গান। কিছু গান থাকে, যা শোনামাত্রই সুর মনে ধরে যায়, নিজের অজান্তেই গুনগুন করে গাইতে ইচ্ছা করে। এটিও তেমনই। সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজটি করেছেন। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

বেলাল খান বলেন, ‘আমি আর লোপা সেই বিশ্ববিদ্যালয় থেকে একসঙ্গে গানের চর্চা করে আসছি। অনেক ভালো গানের স্মৃতি আছে আমাদের। তবে এই গানটা বিশেষ মনে হচ্ছে। আশা করছি দর্শক বারবার এই গান শুনবেন।’

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন লোপার জীবনসঙ্গী গীতিকার সিরাজুম মুনির। সংগীতায়োজন করেছেন জেকে মজলিস। ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এতে মডেল হয়েছেন কায়েস আরজু ও শাকিলা পারভীন।

‘সুবহানাল্লাহ’ গানটি ইউটিউবে লোপা হোসেইনের চ্যানেলে দেখা যাচ্ছে। এর আগে, বেলাল খান ও লোপা হোসেইন জুটির ‘সামান্য সম্বল’ গানটি জনপ্রিয়তা পেয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ