Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোশাক নিয়ে কটাক্ষের শিকার মিথিলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ৫:০৭ পিএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ের সুবাদে কলকাতায় বেশি থাকা হচ্ছে তার। এরইমধ্যে টলিউডে একাধিক সিনেমাতে কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। এছাড়াও সেখানে নিয়মিত মডেলিংও করছেন মিথিলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা ছবিতে পোশাক নিয়ে নোংরা মন্তব্যে ভরে গেছে।

সম্প্রতি সানন্দা সাময়িকীর জন্য মডেলিং করেছেন মিথিলা। তার কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করতেই ট্রলের শিকার হয়েছেন তিনি। কলকাতার ম্যাগাজিনের জন্য করা ফটোশুটের ছবিগুলোতে নজর কাড়লেও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। সেই পোস্টে অনেকেই তাকে সানি লিওনের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন। এছাড়াও এমন অনেক নোংরা মন্তব্য এসেছে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে বরাবরের মতো এবারও এমন মন্তব্যের জবাবে কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা।

এদিকে মিথিলার ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ খুব শীঘ্র প্রকাশ্যে আসবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সৌরভ দাস। টলিউডের পরিচালক কমলেশ্বর মুখার্জীর ‘মায়া’ সিনেমাতেও দেখা যাবে মিথিলাকে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে টলিউডে মুক্তি পাবে মিথিলার ‘আয় খুকু আয়’ সিনেমাটি। এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ