Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মাহে রমজানে পহেলা বৈশাখ উদযাপন বর্জন করুন : ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে প্রশ্নবিদ্ধ করে এমন কোন কর্মসূচি পহেলা বৈশাখে পালন করা থেকে বিরত থাকার আহŸান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, রমজান মাস মানবীয় গুণাবলী অর্জনের মাস। কাজেই রমজানের তাৎপর্যকে ¤øান করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোন বৈশাখী মঙ্গল শোভাযাত্রা পালন থেকে বিরত থাকুন। গতকাল মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বানী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বরকত উল্লাহ লতিফ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা এবিএম জাকারিয়া।

তিনি বলেন, বৈশাখ উদযাপনের আধুনিক সংস্করণকে হিন্দুত্ববাদ গ্রহণের পরোক্ষ কৌশল। বিশ বৎসর আগে এ দেশে কেউ পহেলা বৈশাখ উৎযাপন করেছে? তবে হিন্দুরা পূজা পার্বন করেছে, হালখাতা করেছে।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিউ মার্কেট থানা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় একটি মিলনায়থনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম। নিউ মার্কেট থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং মুহাম্মদ কামাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে থানা ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ