বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে গঙ্গা-কপোতাক্ষ খালে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মৃত প্রকৌশলীর নাম গোলাম সরোয়ার মিঠন (৩৫) তিনি উপজেলার মহারাজপুর গ্রামের মো রব্বানীর পুত্র। তিনি ২দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। পুলিশ এবং মৃতের স্বজনরা জানান, মিঠন একজন বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন।
কিছুদিন পূর্বে তাঁর মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। পরে তাঁকে পাবনা মানসিক হাসপাতাল-সহ বিভিন্ন স্থানে চিকিৎসা করা হয়। লালনশাহ সেতুর নিকট যাত্রী ছাওনী জামে মসজিদের ইমাম আব্দুর রশিদ জানান, গত ২দিন ধরে মিঠন উক্ত মসজিদে অবস্থান করছিল।
মঙ্গলবার যোহরের নামাজের পর তিনি জিকে ক্যানালের ১নং ব্রীজ থেকে লাফ দেন। পরে ক্যানালপাড়া এলাকায় মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি সাঁতার জানতেন না বলে তাঁর মা জানান। থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ঘটনাস্থল ও পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।