Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে নেশাদ্রব্য মেশানো খাবার খেয়ে অসুস্থ ১০

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে একই বাড়ির ৩ পরিবারের সদস্যদের নেশাদ্রব্য খাইয়ে অচেতন করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের ঘর থেকে মূল্যবান মালামাল লুটের অভিযোগ করেছেন তারা। গতকাল মঙ্গলবার অচেতন অবস্থায় ১০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগে গত সোমবার দিবাগত রাতের কোনো একসময় চরমটুয়া ইউপির ব্রহ্মপুর গ্রামের সুরেশ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই বাড়ির মাস্টার পিযুষ চৌধুরী জানান, তাদের বাড়িতে মোট ৫টি পরিবার রয়েছে। তারা প্রত্যেকেই একে অন্যের আত্মীয়-স্বজন। বেশিরভাগ পরিবারের রান্না ঘর ও বসত ঘর আলাদা। প্রতিদিনের ন্যায় গত সোমবার সন্ধ্যায় রান্না শেষ করে দরজা বাহির থেকে বন্ধ করে সবাই বসত ঘরে চলে যায়। রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে সবাই যে যার মাটিতে লুটিয়ে পড়েন। ভোর ৪টার দিকে তার চাচাতো ভাই সঞ্জয় চৌধুরী অর্ধঅচেতন অবস্থায় তাকে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। পরে তিনি ভোরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে রান্না ঘরে থাকা খাবারের সাথে দুর্বৃত্তরা নিশাদ্রব্য মিশিয়ে এ ঘটনা ঘটিয়েছে। ওই তিনজনের ঘর থেকে মূল্যবান মালামাল লুট হয়েছে বলেও জানান তিনি।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, তাদেরকে নেশাদ্রব্য জাতীয় কোনো দ্রব্য খাওয়ানোর কারণে সবাই অচেতন হয়ে পড়ে। বর্তমানে তারা প্রত্যেকে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে। সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ