Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ কোটি টাকার মামলা

স্টাফ রিপোর্টার কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদফতর কুমিল্লা শহরের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে প্রায় ২৬ কোটি ৬৭ লাখ টাকার গোপন বিক্রির হিসাব খোঁজে পেয়েছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে, কিষোয়ান স্নাকস লিমিটেড, বনফুল অ্যান্ড কোং এবং ফরিদ ফাইভার অ্যান্ড উইভিং লিমিটেড। এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ৪ কোটি ১৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৩ মাস তদন্তের পর গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে ভ্যাট আইনে এ মামলা করা হয়েছে। কিষোয়ান স্নাকস লিমিটেড ও বনফুল অ্যান্ড কোং প্রতিষ্ঠান দুটি মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদন করে সারা দেশে সরবরাহ করে। এ ছাড়া ফরিদ ফাইভার অ্যান্ড উইভিং প্রতিষ্ঠানটি সামুদ্রিক জাল ও রশ্মি উৎপাদন করে। জানা গেছে, ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক মুনাওয়ার মুরসালীনের নেতৃত্বে একটি দল তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানকালে গোয়েন্দারা ব্যাপক ভ্যাট ফাঁকির আলামত সংগ্রহ করেন। এ তিনটি প্রতিষ্ঠানে মোট ভ্যাট ৩ কোটি ৫ লাখ ১০ হাজার ৬৩৩ টাকা এবং সুদ ১ কেটি ৯ লাখ ৯৩ হাজার ৬ টাকাসহ সর্বমোট ৪ কোটি ১৫ লাখ ৩ হাজার ৬৩৯ টাকার ভ্যাট ফাঁকি হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ