Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বেশি দামে তেল বিক্রি ব্যবসায়ীকে অর্থদন্ড

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

চলমান রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে চৌমুহনী দক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। ভোক্তা অধিকার অধিদফতর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া জানান, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌমুহনী দক্ষিণ বাজারের জয় রাম ভান্ডার’ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অভিযোগ প্রমাণিত হয়। পরে প্রতিষ্ঠানের মালিক জয় রামকে ৫০ হাজার টাকা অর্থদÐ করা হয়। অর্থদÐের পাশাপাশি বাজারের অন্য দোকানি-প্রতিষ্ঠানের মালিককে মৌখিক সর্তক করা হয়েছে। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ