বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গত সোমবার বিকেলে জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের গুজাপাড়াস্থ মরাকয়লা এলাকা থেকে মংসানু মার্মা নামের উক্ত সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত মংসানু মার্মা মানিকছড়ি উপজেলার সদুরখীল এলাকার মৃত মংক্য মারমার ছেলে বলে জানা গেছে। সূত্র জানায়, ইউপিডিএফ সন্ত্রাসীরা উক্ত এলাকাতে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল এবং বিভিন্ন স্থান থেকে সেখানে জড়ো হচ্ছিলো এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে যায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন অধিনস্ত সিন্দুকছড়ি সেনা জোনের বাটনাতলী সেনা ক্যাম্পের সদস্যরা। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একই সময়ে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে একজন সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড এ্যামোনিশন, ২টি চাকু, চাঁদা আদায়ের রশিদ বই এবং ১টি ব্যাগ উদ্ধার করা হয়।
আটককৃত মংসানু মার্মা উদ্ধারকৃত সরঞ্জামাদিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামগড় থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।