Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এরশাদের আমলেই উন্নয়ন হয়েছে : ব্যারিস্টার শামীম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ও ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন একজন সুশাসক। তার আমলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উপজেলা পর্যায়ে আদালত প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বিচার প্রার্থীরা সহজেই বিচার পেতো। নারীদের জন্য এরশাদ অনেক কাজ করেছেন। নারীদের তিনি খুব সম্মান করতেন। গত সোমবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় মহিলা পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন তিনি। শামীম পাটোয়ারী আরও বলেন জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত। জাতীয় পার্টিকে দুর্বল ভাবার অবকাশ নাই। আজ দেশের প্রতিটি গ্রামে জাতীয় পার্টির নিবেদিত প্রাণ মহিলাকর্মী রয়েছে। আসামিতে যে কোন সময় জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এতে কোন সন্দেহ নাই। সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে জাতীয় মহিলা পার্টির উপজেলা আহবায়ক আক্তার বানু ইতির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন ও সুন্দরগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু,। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলী সরদার, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা, ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ। শেষে আক্তার বানু ইতিকে সভাপতি, ফেরদৌসি বেগমকে সাধারণ সম্পাদক ও জুল হালিফা আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা জাতীয় পার্টির নাম ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ