রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
প্রতিবেশির ধাওয়া খেয়ে মইনুল ইসলাম (৪৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। হক সোমবার সকালে জেলার আটোয়ারী উপজেলার গিরাগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মইনুল ইসলাম একই এলাকার আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে আনিছুর রহমানের পাট ক্ষেতের ওপর দিয়ে যাওয়া আসা নিয়ে মইনুল ইসলামের সাথে কথাকাটির এক পর্যায়ে মারামারি হয়। পরে মইনুল ইসলাম মোটরসাইকেল যোগে আটোয়ারী ফকিরগঞ্জ বাজারে রওয়ানা দিলে, পথে আনিছুরের লোকজন তাকে ধাওয়া করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। আটোয়ারী থানার ওসি সোহেল রানা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।