Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন পিয়া বিপাশা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ৩:৪৯ পিএম

‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে অংশ নেবেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে। এরই মধ্যে মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইটেও পিয়ার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে তার ছবি প্রকাশ করেছেন আয়োজকেরা। এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী অংশ নিচ্ছেন।

পিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। সেখান থেকে ভিডিও বার্তায় পিয়া বলেন, ‘ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে হঠাৎ মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে। তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি। আবেদনের আগে পরিবারের সবার সাথে বিষয়টি শেয়ার করলাম। তারাও সমর্থন দিলেন। আবেদন করে ফেললাম। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে ই-মেইল করে জানিয়েছেন আয়োজকরা।।’

অংশগ্রহণের সুযোগ পাওয়া নিয়ে পিয়া বলেন, ‘প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটাই বড় মনে করছি না। এত বড় একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারছি এটাই আমার জন্য বড় ব্যাপার। নানা দেশের প্রতিযোগিতাদের সাথে পরিচয় হবে, মেলামেশার সুযোগ হবে, বন্ধুত্ব তৈরি হবে। তাদের দেশ, তাঁদের কালচার সম্পর্কে জানতে পারব। এটাই বা কম কি।’

প্রতিযোগিতায় নিজেকে তুলে ধরতে নিজের প্রস্তুতিও নিচ্ছেন এই মডেল-অভিনেত্রী। নিয়মিত ব্যায়ামাগারে ঘাম ঝরাচ্ছেন। তিনি বলেন, ওজন কমাতে হবে। বর্তমানে প্রায় ৬৩ কেজি ওজন আমার । অন্তত ১০ কেজি ওজন কমাতে হবে। এছাড়াও প্রতিযোগিতায় নানা বিষয়ে নিজেকে উপযুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

জানা গেছে, এই আসরে এবার বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারী অংশ নিচ্ছেন। বাংলাদেশের প্রতিযোগী ছাড়া এখন পর্যন্ত যুক্তরাজ্য, কম্বোডিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া, মেক্সিকো, ডমিনিকান রিপাবলিক, নেপাল, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও পেরুর প্রতিযোগীদের নাম ঘোষণা করেছে আয়োজকরা।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে পিয়া যুক্তরাষ্ট্রের নাগরিক এক ব্যবসায়ীকে বিয়ে করে সেখানে বসবাস করছেন। তিনি বাংলাদেশে থাকতে সবশেষ ‘গল্পওয়ালা’ নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেন। বিপরীতে ছিলেন মোশাররফ করিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ