Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পোরশা সীমান্তে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১:০০ পিএম

নওগাঁর পোরশা সীমান্তে এক বাংলাদেশী কৃষককে আটক করে নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। আটক বাংলাদেশী কৃষক মামুন (৩৬) উপজেলার শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকায় তার নিজ জমিতে কীটনাশক প্রয়োগ করতে গিয়েছিলেন। এ সময় টহলরত ভারতীয় ১৫৯ কেদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

১৬-বিজিবি হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ