বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোনাইমুড়ী পৌর এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের গাড়িতে থাকা দু’টি প্লাস্টিকের ড্রাম থেকে ৯টি প্যাকেটে থাকা ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
গত সোমবার সকালে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার সন্ধ্যায় সোনাইমুড়ী পৌরসভার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কলাবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ বাজারের পুর্ব পাশের চারুয়া গ্রামের নুরুল হকের ছেলে নজরুল ইসলাম (৩৪), একই গ্রামের আবদুল হাইয়ের ছেলে আব্বাস উদ্দিন (৫৫) এবং আবদুল মুনাফের ছেলে জাকির হোসেন (৪০)।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে গাড়ি যোগে মাদকের একটি বড় চালান নোয়াখালীতে আসছে এমন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয় পুলিশ। সন্ধ্যায় ওই গাড়িটি জেলার সোনাইমুড়ী পৌরসভার কলাবাগান এলাকায় পৌঁছলে পুলিশ তা গতিরোধ করে। এসময় ওই পিকআপভ্যানে থাকা তিনজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ। পরে গাড়িতে থাকা দু’টি প্লাস্টিকের বড় ড্রাম থেকে ৯টি আলাদা প্যাকেটে থাকা গাঁজা জব্দ করে। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ১৮ কেজি গাঁজা পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।