বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের চিলমারীতে খানকা শরিফ ও বসতবাড়ির সীমানা নিয়ে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসি আতঙ্কিত হয়ে পড়েছে ।
জানা গেছে, উপজেলার মৌজাথানার ছোট কুষ্টারি এলাকার খানকা শরিফের দায়িত্বপ্রাপ্ত আবুল হোসেনের সাথে এলাকার আব্দুল লতিফ গং এর দীর্ঘ দিন থেকে বিবাদ চলে আসছে। এরই জের ধরে আব্দুল লতিফ গং আবুল হোসেনের উপর হামলা চালায়। একাধিক বার হামলার শিকার আবুল হোসেন থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। উক্ত ঘটনার জের ধরে আবারো গত ২৫ মার্চ লতিফ গং দলবলসহ খানকা শরীফ দখল করতে গেলে দু’পক্ষ বিবাদে জড়িয়ে পড়েন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ফের রক্তারক্তি হতে পারে বলে ধারণা এলকাবাসির।
অভিযোগকারী আবুল হোসেন জানান,আব্দুল লতিফের দলবলসহ এর আগের আমাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র দিয়ে আঘাত করেছিলো। সে আমাকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন। ঘটনা সম্পর্কে থানাহাট ইউপি চেয়্যারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, বিষয়টি সমাধানের জন্য দু’পক্ষকে নিয়ে বসা হয়েছিল কিন্ত তারা সমঝোতায় আসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।