Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেডিক্যালে চান্স পাওয়া সেই সবুজের পাশে মৌবন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

অভাবের কারণে মেডিক্যালে সুযোগ পেয়েও ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন সবুজ আহমেদ। চারদিক যেন অন্ধকার হয়ে আসছিল তার। তবে সব অন্ধকার দূর করে আলো হয়ে এবার তার পাশে দাঁড়িয়েছেন মৌবনের নির্বাহী পরিচালক ও নারী বাতায়নের সভাপতি সাফিনা আঞ্জুম জনী। গত রোববার বিকেলের দিকে সবুজ ও তার বাবার সঙ্গে সরাসরি কথা বলেছেন জনী। এ সময় সবুজের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। সবুজের পড়াশুনার দায়িত্ব নেওয়ায় তার পরিবারে বইছে আনন্দের জোয়ার। সবুজ আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের নতুন চর স্কুলপাড়ার সবজি বিক্রেতা আব্দুর রাজ্জাক সর্দারের ছেলে। ছোটবেলা থেকেই লেখাপড়ায় খুব আগ্রহী ছিলেন তিনি। পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এসএসসি ও এইচএসসিতেও বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছেন জিপিএ-৫। মেডিক্যাল লিখিত পরীক্ষায় ৭৪ নম্বর পেয়েছেন। সবমিলিয়ে তার মোট প্রাপ্ত নম্বর ২৭৪। ফেসবুক গ্রুপ নারী বাতায়ন এর মাধ্যমে জানতে পেরে সাফিনা আঞ্জুম জনী সবুজের পরিবারের সাথে কথা বলেন এবং সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ