রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খালের বাঁধ অপসারণ করলো উপজেলা প্রশাসন। গত রোববার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামে খালের ওপর ১১টি বাঁধ অপসারণ করা হয়। প্রায় ১ কিলোমিটার খালে অবৈধভাবে বাঁধ দিয়ে কৃষিকাজে বাঁধা সৃষ্টি করে মাছ চাষ করছিলো স্থানীয় কয়েকটি মহল। খালটির বাঁধ অপসারণ করে খালটি উন্মুক্ত করে দেয়ায় দীর্ঘ ১০ বছর পর ওই এলাকায় কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বাঁধ অপসারণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরিদগঞ্জ গ্রামের ভূক্তভোগী জিহাদ জানান, প্রায় ১০ বছর ধরে এ খালটি প্রভাবশালী মহলের কাছে জিম্মি ছিল। এখন উদ্ধার হওয়ায় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক জানান, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসন উদ্যোগে খালটিকে মুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরণের সরকারি সকল সম্পদ পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।