রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভেজাল দুধ ড্রেনে
পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বরগুনার পাথরঘাটায় গরুর দুধের বাজারে আকস্মিক অভিযান পরিচালনা করেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর পরেশ চন্দ্র হাওলাদার। গতকাল অভিযানকালে বেশ কয়েকজন খামারি ভেজাল দুধ ড্রেনে ফেলে দেন। এই অভিযানকালে উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফারুক ও সাধারণ সম্পাদক অমল তালুকদারসহ স্থানীয় লোকজন। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পরেশ চন্দ্র হালদার খামারিদের হুশিয়ার করে বলেন, আজকে যে দণ্ড দেয়া হলো এরপরেও যদি গরুর দুধে ভেজাল পাওয়া যায় তাহলে অনেক কঠিন দণ্ড দেয়া হবে।
ঝালকাঠি দেশসেরা
ঝালকাঠি জেলা সংবাদদাতা
ঝালকাঠি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঝালকাঠি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয় সভা থেকে। পুলিশ বিভাগ সূত্রে দাবি করা হয়, ৬৪টি জেলার মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় ঝালকাঠি জেলা প্রথম স্থানে রয়েছে। গত এক মাসে জেলার চারটি উপজেলায় ৬৮টি মামলা দায়ের হয়েছে এবং একই সময় ৫৬ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে তিনটি খুন, একটি ডাকাতি, চারটি ধর্ষণ, তিনটি নারী নির্যাতন, একটি চুরি, একটি গবাদিপশু চুরি, একটি সড়ক দুর্ঘটনা, ২৩টি মাদক আইনে মামলা, অন্যান্য মামলা ১১টিসহ ৬৮টি মামলা লিপিবদ্ধ হয়েছে। সভায় সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌরপ্যানেল মেয়র তরুণ কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান, কাজী সমিতির সভাপতি এসএম বশিরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কাউন্সিলর গ্রেফতার
ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হারুনকে চেক প্রতারণা মামলায় গ্রেফতার করেছে ভূজপুর থানা পুলিশ। গত রোববার দিনগত রাতে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন ফারুকী। কাউন্সিলর হারুনের বিরুদ্ধে চেক প্রতারণায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
জলাশয়ে শিশুর মৃত্যু
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে আলী হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। গত রোববার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে জলাশয়ে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, শিশু আলী হোসেন বাড়ির পাশে খেলতে গিয়ে জলাশয়ে পড়ে ডুবে যায়। পরে তার লাশ দৌলতপুর থানা পুলিশের উপস্থিতিতে ভেড়ামারা ফায়ার সার্ভিস দলের সদস্যরা উদ্ধার করে। আলী হোসেন মানষিক প্রতিবন্ধী স্বভাবের ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।