Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও টক অফ দা টাউনে পরিণত!

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ৮:৩০ পিএম

বরগুনায় সদর উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে নারীর জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বরগুনায় টক অফ দা টাউনে পরিণত হয়েছে। ভিডিওতে এক নারীর সাথে একটি কক্ষে আপত্তিকর অবস্থায় ওই আওয়ামী লীগ নেতাকে দেখা যায়।

সোমবার ( ১১ এপ্রিল) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জার ও ফেসবুকে ওই ভিডিও প্রকাশ হয়। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

ভিডিওতে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমকে একটি কক্ষে একজন নারীর সাথে আপত্তিকর অবস্থায় দেখা যায়। ওই কক্ষে উপস্থিত আকাশী টি শার্ট ও সাদা জামা পরিহিত দুজন যুবককে আওয়ামী লীগ নেতা শাহ আলম ও নারীর সাথে কথোপকথনরত দেখা যায়।

এসময় ওই নারীকে বলতে শোনা যায়, আমারে বিয়ার কথা কইয়া এইহানে ডাইকা আইনা আকাম করছে আমি বিয়া করতে চাই।

শাহ আলম বিষয়টি অস্বীকার করে বলেন, আমার ফোনে রেকর্ড আছে আপনারা শোনতে পারেন। পরে টাকা পয়সা নিয়ে বিষয়টি গোপন রাখার প্রস্তাব দেন শাহ আলম এবং ৬০ হাজার টাকা দিতে সম্মত হন। কিন্ত ওই নারী প্রস্তাবে রাজী না হয়ে সেখানে উপস্থিত ব্যক্তিদেরকে বিয়ে পড়িয়ে দিতে বলেন।

ভিডিওর সূত্র ধরে খোঁজ খবর নিয়ে জানা যায়, গত শনিবার রাত আটটার পর বরগুনা পৌর শহরের ডিকেপি সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

যোগাযোগ করা হলে নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ঘটনার বিষয় স্বীকার করে বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আমাকে ওই বাসায় ডেকে নিয়ে নারীকে দিয়ে ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলি বলেন, ‘আমি এখনো এরকম কোনো ভিডিও দেখিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব, যদি লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম কোনো অনৈতিক কাজে জড়িয়ে থাকেন সে দায় সংগঠন নেবেনা।’

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। কেউ যদি অভিযোগ করে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ