Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরাণীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৫ আটক ১

কেরাণীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

ঢাকার কেরাণীগঞ্জে শাক্তা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. এলাহি সুমনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত শনিবার রাতে শাক্তা কুলচর এলাকায় এই হামলা ঘটনা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় কৃষকলীগ নেতা এলাহী সুমন ও তার ছোট ভাই আমান উল্লাহসহ কমপক্ষে ৫জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আমান উল্লাহকে কেরাণীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
গতকাল রোববার ঘটনার মুল হোতা জহিরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছেন। এলাহী সুমন বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য তরিকুল ইসলাম জিম ও জায়েদুল ইসলাম মিমের অত্যাচারে শাক্তা, কুলচর, আটি খোলামুড়া এলাকার লোকজন অতিষ্ঠ। কিশোর গ্যাংদের শেল্টার দিচ্ছে জহিরুল ইসলাম। শুক্রবার বিকেলে জিম ও মিম তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদেরকে টাকা না দিতে পারায় শনিবার রাতে তার বাড়িতে ২০-২৫জনের কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় বাধা দিতে গিয়ে আমি ও আমার ছোট ভাই আমান উল্লাহসহ ৫-৬ জন গুরুতর আহত হয়েছে। তাদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ